গাজীপুরের শ্রীপুরে শোবার ঘরে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রিমা আক্তার (২২)। তিনি ওই গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। নিহতের স্বজনেরা জানান, আজ ভোররাতে শোবার ঘরে ঘুমের মধ্যে সাপে কামড় দেয় রিমাকে। রিমা টের পেয়ে বাড়ির লোকজনকে জানালে তারা তাকে প্রথমে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যায়। পরে ওঁঝা বেশ কিছুক্ষণ চেষ্টা করলেও কোনো ফল হয়নি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে...