রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মন্ত্রী-এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন কেটে পূর্বাচল করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি রাজউকের বন কাটার এ সিদ্ধান্তকে অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের ‘একটি টেকসই জীবন : বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব’ শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।সৈয়দা রিজওয়ানা বলেন, মন্ত্রী-এমপিদের তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে রাজউক ক্ষতি করে ফেলেছে। বন কেটে ফেলে প্লট করা হয়েছে। যখন ডিটেইল এরিয়া প্ল্যান করা হয়, তখন ব্যবসায়ীরা তাদের স্বার্থে এর বিরোধিতা করে। রাজউককে ভবন নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে।ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : সৈয়দা রিজওয়ানাতিনি আরও বলেন, গাছ কেটে করা এসব প্লটের...