দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ জানিয়েছেন, শৈশবে এক টুকরো ইডলির স্বাদ পেতে তাকে ফুল বিক্রি করতে হতো। সম্প্রতি নতুন ছবির নাম ঘোষণা করতে গিয়ে তিনি নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ছবিটির নাম রাখা হয়েছে ‘ইডলি কড়াই’।অনুষ্ঠানে ধানুশ বলেন, ছোটবেলায় ইডলি ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। কিন্তু অর্থাভাবে নিয়মিত ইডলি খাওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত, কিন্তু তা কেনার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমরা ভাই-বোনরা ভোর ৪টায় উঠে এই কাজ করতাম। এতে প্রায় দুই ঘণ্টা লেগে যেত।’তার ভাষায়, ‘পরিশ্রম করে অর্জিত টাকায় কেনা ইডলির স্বাদ আজও ভোলার নয়। সেই সুখ আর তৃপ্তি কোনো রেস্তোরাঁর খাবারে পাওয়া যায় না।’ এই...