ফ্যাসিস্ট শাসন যেন আর বাংলাদেশে ফিরে না আসে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে মাহমুদুর বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিলো ‘নেভার এগেইন’, বাংলাদেশেও এ বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর ফিরে না আসে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন মাহমুদুর। মামলার আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আমার দেশ সম্পাদক বলেন, ন্যায়বিচার করা হোক, যাতে শহীদ পরিবার, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মাহমুদুরের জবানবন্দি নেওয়া হয়।...