উদ্বোধনী দিনে একটি ম্যাচ হয়েছিল স্রেফ পাঁচ ওভারের। এরপর আর একটি বলও হতে পারেনি কোনো ম্যাচে। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল জাতীয় লিগ টি-টোয়েন্টি। বিসিবি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিস্থিতি বুঝে নতুন সূচি জানানো হবে। “বৈরি আবহাওয়ার কারণে চলতি এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট স্থগিত করা হলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।” গত শনিবার উদ্বোধনী দিনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে পাঁচ ওভারের লড়াইয়ে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারায় গত আসরের রানার্স আপ ঢাকা মেট্রো। সেদিনই আরেক ম্যাচ...