নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের ওপর উচ্ছেদের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার দুপুরে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সাদ্দাম বাজারসহ ঘোড়াশালে রেল ও বিআইডব্লিউটিএ’র জমিতে গড়ে ওঠা দোকানগুলো পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় এনসিপির নরসিংদী জেলা কমিটির সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, জেলা ও উপজেলার এনসিপি নেতৃবৃন্দসহ সাদ্দাম মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সারোয়ার তুষার বলেন, আসন্ন ১৮ সেপ্টেম্বর রেল কর্তৃপক্ষ ঘোড়াশালে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। তবে ব্যবসায়ীদের স্বার্থে তিনি রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন যাতে উচ্ছেদ স্থগিত রাখা হয়। ইতিমধ্যে উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে ১৮ তারিখে উচ্ছেদ হবে না। তিনি আরও বলেন,...