কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের ঘনিষ্ঠভাজন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুমকে কুমিল্লা শহর থেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মো. নাজমুল হাসান রাকিব নামে উপজেলার ছাত্রলীগের এক সাবেক নেতাকেও আটক করা হয়। সোমবার দিবাগত রাতে কুমিল্লা শহরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক নায়িমুর রহমান মজুমদার মাছুম উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামের মৃত মাস্টার মোখলেছুর রহমান (বি.কম স্যার)-এর ছেলে। তিনি চৌদ্দগ্রামের আলোচিত ৮টি হত্যা মামলার ৮৮নং আসামী। তার বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা পরিকল্পনা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘœ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল...