মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে চীনা নিয়ন্ত্রক সংস্থা। দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা বলেছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে চীনের ‘অ্যান্টি-মনোপলি’ বা বাজার প্রতিযোগিতাবিষয়ক আইন লঙ্ঘন করেছে মার্কিন এই চিপ জায়ান্ট। কীভাবে কোম্পানিটি নিয়ম ভঙ্গ করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা। তবে এ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছে সংস্থাটি। বিবিসি লিখেছে, এমন সময়ে এ খবর এল যখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার স্পেনে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং-এর নেতৃত্বে চলমান এ আলোচনায় টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানার জন্য সবে যুক্তরাষ্ট্র ও চীন একটা সমঝোতায় পৌঁছেছে। সর্বশেষ জুলাইয়ে...