চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন। মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে নির্বাচন কমিশন অফিসে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় সরেজমিনে প্রার্থীদের এই ভিড় দেখা গেছে। গত দুইদিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৬৯ জন প্রার্থী। গত দুই দিনের তুলনায় আজ আরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। তবে এখনও কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেনি শাখা ছাত্রশিবির ও ইসলামি ছাত্রীসংস্থা, চবি শাখা। শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সংগঠনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ‘শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সর্বমোট কতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে তা আমরা বিকাল ৪টার পরে নিশ্চিত করব।...