নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৮৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে অবস্থান করছে। আজকের লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দ্বিগুণের বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে, যা বাজারে ইতিবাচক মনোভাবকে তুলে ধরে। তবে এমন উত্থানের দিনে শীর্ষ তিন কোম্পানির শেয়ার—লাভেলো আইসক্রীম, সাপোর্ট ও রবি আজিয়াটা—নীরবভাবে পতনপ্রবণ ছিল। বাজার বিশেষজ্ঞরা এটিকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার স্বাভাবিক কৌশল হিসেবে দেখছেন, যা বাজারের স্বাস্থ্যবান সমন্বয় প্রক্রিয়ার অংশ। লাভেলো আইসক্রীমের শেয়ার রবিবার পতনের বাজারে উত্থান দেখিয়েছে। সোমবার ও মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রভাব সত্ত্বেও বিনিয়োগকারীরা লাভের অংশ তুলে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি বাজারে প্রাকৃতিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে। সাপোর্টের শেয়ার গত...