সোমবার বিকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারটাকে পৈত্রিক সম্পত্তি হিসেবে মনে করেছে। দেশ বা জনগনের উন্নয়নের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। তিনি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দাবী করে বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহনযোগ্য পদ্ধতি। কিন্ত যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়োন বানিজ্য করে তারাই কেবল পিআর পদ্ধতির বিরোধিতা করে। যুব সমাবেশে মাসুদ সাঈদী আরো বলেন, অতীতের অন্য সব নির্বাচনের সাথে ২০২৬ সালের নির্বাচন মিলানো যাবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন...