রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ও ডায়ানা হোস্ট লিমিটেডের (Diana Host Ltd.) প্রধান পরিচালন কর্মকর্তা (COO) রাশেদুল হক রুমি আসন্ন বিশ্ব যুব উৎসব (World Youth Festival - WYF) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি তথ্যপ্রযুক্তি (আইটি) ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন, যা দেশের প্রযুক্তি খাত এবং ডায়ানা হোস্ট লিমিটেডের জন্য গৌরবের বিষয়। উৎসবটি আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়ার নিঝনি নভগোরোদ শহরে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ একত্রিত হয়ে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন। রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। ডায়ানা হোস্টের নেতৃত্বে তিনি BD Courier, Fraud Blocker, OrderPulseসহ একাধিক আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছেন, যা স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা দ্রুত ও সহজ...