আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ বলেছেন, মন চাইলেই উপদেষ্টাদের উড়াল দেওয়ার সুযোগ নেই, চিকিৎসা নিতে হবে দেশেই।১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।এতে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টার নিজেরই দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর আস্থা নেই। সেই স্বাস্থ্য উপদেষ্টা জনগণের স্বাস্থ্য সুরক্ষা কীভাবে নিশ্চিত করবে। স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত খরচ বা রাষ্ট্রীয় খরচে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যেতে পারে, কিন্তু একজন রিকশাচালক কেন সেই সুযোগ পাবে না। উন্নত চিকিৎসা নিয়ে বেঁচে থাকবার অধিকার কেন হারাবে। মন চাইলেই উপদেষ্টাদের উড়াল দেওয়ার সুযোগ নেই, চিকিৎসা নিতে হবে দেশেই।আরিফ বিল্লাহ বলেন, যদি একজন স্বাস্থ্য উপদেষ্টা নিজেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আস্থা না রাখেন, তাহলে তার নেতৃত্ব বা পরামর্শে জনসাধারণের স্বাস্থ্যসেবা কতটা কার্যকর হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ দেখা দেয়।তিনি বলেন, যিনি নিজেই...