সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলা সদরের মহাখাল পাড়ার দুই চাল ব্যবসায়ীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযুক্ত দোকানি হলেন— মো. মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক হওয়া দুই শ্রমিক হলেন— উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সারাজ মিয়ার ছেলে শাহা কামাল মিয়া এবং একই গ্রামের লালন মিয়ার ছেলে জুয়েল মিয়া।খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগরে সম্প্রতি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কথা। প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি ইউনিয়নে বিতরণ শুরু হলেও নাসিরনগর সদরে বিতরণের আগেই সরকারি সিলযুক্ত ১৪০ বস্তা চাল ও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের...