তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে একাই মাটির ঘরটিতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে আলাদা স্থানে থাকেন। স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী দেওয়ানপাড়া এলাকায় টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তমিজ উদ্দিন ওই এলাকার মৃত নরবেশ আলী দেওয়ানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে একাই মাটির ঘরটিতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে আলাদা স্থানে থাকেন। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে ভারী বর্ষণের সময় ঘরের একপাশের দেয়াল ভেঙে পড়ে তিনি...