সার আমদানিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ’। সমাবেশ থেকে কৃষি সচিবের অপসারণ দাবি করা হয়। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে সাংবাদিক নেতারা কৃষি সচিবের অপসারণ এবং সার কেলেংকারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের জোর দাবি জানান। সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়ক এসএম তাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। এছাড়া বক্তৃতা করেন সাংবাদিক নেতা আব্দুল কাইয়ুম, রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন জাতীয় দৈনিকে সার আমদানি নিয়ে সরকারি অর্থ লোপাটের সংবাদ প্রকাশিত হওয়ার পর কৃষি সচিব সাংবাদিকদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং...