দ্বিতীয়বারের মত ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ গ্রহণ করলেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। কিরগিজিস্তানের বিশকেক শহরে সোমবার এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়ে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। মেরিনা তাবাসসুম তার উদ্ভাবনী আবাসন সমাধান ‘খুদি বাড়ি’ এর জন্য আরেকবার এ পুরস্কার পেলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন সমস্যার টেকসই সমাধান হিসেবে এই প্রকল্পের অভিনব ও কার্যকর অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৬ সালেও ঢাকায় বায়তুর রউফ মসজিদ প্রকল্পের জন্য প্রথমবার এ পুরস্কার পান মেরিনা তাবাসসুম। প্রতি তিন বছর অন্তর এ পুরস্কার দেওয়া হয়। এবারের ১৬তম আসর হয়েছে টোকতোগুল সাতিলগানোভ কিরগিজ ন্যাশনাল ফিলহারমোনিকে। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। ১৯৭৭ সালে...