ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেহরাদুনে অস্বাভাবিক বৃষ্টির কারণে নদ-নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেছে। প্রবল স্রোতের মধ্যেই টনস নদীতে ট্র্যাক্টরসহ ভেসে গেছেন ১০ জন শ্রমিক। এদের মধ্যে অন্তত ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্র্যাক্টরের ওপর দাঁড়িয়ে আছেন শ্রমিকরা, যা নদীর মাঝখানে আটকে ছিল। তারা প্রাণে বাঁচার জন্য চিৎকার করছিলেন। যদিও আশপাশে অনেক মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে কেউ এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করতে পারেননি।হঠাৎ করেই স্রোতের গতি আরও বেড়ে গেলে ট্র্যাক্টরটি পানির তোড়ে ভেসে যায়, সাথে সাথে ভেসে যান শ্রমিকরাও।স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন...