জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে সংঘটিত ঘটনায় গণহত্যার আন্তর্জাতিক আইনে বর্ণিত পাঁচটি অপরাধের মধ্যে অন্তত চারটি সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী যে চারটি অপরাধ সংঘটিত করেছে তা হলো একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতিসাধন, গোষ্ঠীটিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে জীবনযাপনের উপযোগী পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিপর্যস্ত করা এবং তাদের মধ্যে প্রজনন প্রতিরোধ করা। ইসরায়েলি নেতাদের প্রকাশ্য বক্তব্য ও সামরিক বাহিনীর আচরণকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লিখিত করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়ে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কমিশনের তিনজন বিশেষজ্ঞ হামাসের প্রতিনিধির মতো কাজ করছেন এবং তারা হামাসের মিথ্যাচারকে...