ঢাকা:স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে ভুগছেন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তার চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাওয়াকে মানবিক জায়গা থেকেই দেখা উচিত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন (ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে) শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশের স্বাস্থ্যের পুরো ব্যবস্থাটাই অসুস্থ, যে কারণে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা নিতে বিদেশ গেলেন—এ বিষয়টা কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা জানি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। ওনার যে চিকিৎসা, উপদেষ্টা হওয়ার পর থেকেই যে সিঙ্গাপুরে হচ্ছে, বিষয়টা এমন না, অনেকদিন আগে থেকেই উনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে...