এশিয়া কাপে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসাণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এই দাবিকে প্রত্যাখ্যান করেছে আইসিসি। ক্রিকেটের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আইসিসি পিসিবির এই দাবি প্রত্যাখ্যান করাতে এই ম্যাচে পাকিস্তানের মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই চিঠিটি আইসিসির অপারেশনস বা লিগ্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে স্পষ্ট করে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ নিয়ে বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না। পিসিবি অভিযোগ করে, টসের সময় পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন না করার পরামর্শ দেন। এই...