১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন সভায় সভাপতিত্ব করেন৷ সভায় জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়নে ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা পালন করা হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার অমিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের পরিদর্শক মো. রুবেল হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ৷ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল...