দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য এসইউভি গাড়ি কেনার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দিলিতে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংসদ ভবনের কাছে একটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয় তারা। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। দেশটির ৬৫ জন সংসদ সদস্যের প্রত্যেকের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনার বিরোধিতা...