৫ দাবি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়েত ইসলামী। অভিন্ন দাবিতে ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। নির্বাচনে পিআর পদ্ধতি, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিসহ ৫টি দাবি নিয়ে আগামী তিন দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত। জামায়াতের এই আন্দোলনের ফলাফল কী? জামায়াত কি বিএনপিকেই আন্দোলনের প্রতিপক্ষ বানাতে যাচ্ছে? এসব প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘প্রত্যেকটা দলের পৃথক পৃথক নিজস্ব রাজনীতি আছে। এটি গণতান্ত্রিক ফ্রেমের বাইরে না। তাদের যে দাবি সেগুলো কোনোটাই নতুন না। পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ইস্যু, জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে। কোনটিতে আমরা একমত হব এবং বাস্তবায়ন কিভাবে হবে।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা ইস্যুর মধ্যে দূরত্ব বেশি না। ঐকমত্য কমিশনে পিআর...