মিটারের চেয়ে অতিরিক্ত বিল লেখার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে মারধর করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার টি অ্যান্ড টি এলাকায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন। আহত চঞ্চল মিয়া পানছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছিল; যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গ্রাহকরা বারবার অভিযোগ দিয়েও কোনও সমাধান না পেয়ে সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডা হয়। এ সময় জনতা তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর...