গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল-এমন দাবি তুলেছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গণহত্যার হিসেবে গণ্য হওয়া পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীকে ধ্বংসের জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বিবৃতি ও সেনাদের আচরণও গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়ে জাতিসংঘ কমিশনের তিন সদস্যকে হামাসের প্রক্সি হিসেবে অভিযুক্ত করেছে। ইসরায়েলি মুখপাত্রের অভিযোগ, কমিশন সম্পূর্ণরূপে হামাসের প্রচারণা ও মিথ্যাচারের ওপর নির্ভর করেছে।...