বছরের বাকি সময়ের ট্যুর পরিকল্পনা ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার শুরু হবে নেপালের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ দিয়ে। শেষ হবে নিউজিল্যান্ডে। মাঝে বাংলাদেশ ও ভারতের বিপক্ষেও খেলবে ক্যারিবিয়ানরা। তিন মাসের ব্যস্ত সূচিতে পুরান-জোসেফদের খেলতে হবে ২২টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর শারজাহ থেকে উড়াল দেবে ভারতে। সফরে শুবমান গিলদের বিপক্ষে দুটি টেস্ট। ক্যারিবিয়ানরা এরপর আসবে বাংলাদেশে। উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, ১৮ তারিখ পঞ্চাশ ওভারের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। তিন টি-টোয়েন্টি যথাক্রমে ২৭, ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। এখন পর্যন্ত সিরিজের ভেন্যু ও ম্যাচের সময় জানানো হয়নি। সাধারণত স্বাগতিক দল আগেই জানিয়ে দেয় সূচি। সেক্ষেত্রে দেরি করে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ট্যুর সূচিতে বাংলাদেশের পর নিউজিল্যান্ডে...