রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ সামরিক অভিযান এলাকায় ইউক্রেনীয় সেনাদের ১ হাজার ৪৩৫ জন হতাহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় সেনাদের ক্ষয়ক্ষতি উত্তরাঞ্চলে ১৮৫, পশ্চিমে ২৩০-এর বেশি, দক্ষিণে ২৬০, কেন্দ্রে ৪৪৫, পূর্বে ২৫৫-এর বেশি এবং দনিপ্র অঞ্চলে প্রায় ৬০ জনে দাঁড়িয়েছে। সুমি অঞ্চলের পাভলভকা, আলেক্সেইয়েভকা, স্তেপনয়ে ও ইউনাকোভকা এলাকায় ইউক্রেনের দুইটি মেকানাইজড ব্রিগেড, একটি অ্যাসল্ট রেজিমেন্ট এবং সীমান্ত বাহিনীর একটি ইউনিটের আক্রমণ প্রতিহত করেছে রুশ উত্তর বাহিনী। খারকিভ অঞ্চলের প্লোস্কয়ে ও ভলচানস্ক এলাকায়ও ইউক্রেনীয় ব্রিগেড পরাজিত হয়েছে। এতে সাতটি যান, তিনটি ফিল্ড আর্টিলারি পিস, যুক্তরাষ্ট্রনির্মিত একটি এম-৭৭৭ হাউইটজারসহ কয়েকটি অস্ত্র ধ্বংস হয়। এছাড়া দুইটি কাউন্টার-ব্যাটারি রাডার ও ছয়টি গুদাম ধ্বংস করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনসম্পদ জব্দ নিয়ে ইউরোপকে রাশিয়ার হুঁশিয়ারি রুশ পশ্চিম বাহিনী খারকিভ ও দোনেৎস্ক...