কেশবপুরের বরনডালি গ্রামে আদালতে বিপক্ষে সাক্ষী দেয়ার জের ধরে একটি বাণিজ্যিক পোল্ট্রি খামার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই খামারীর ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ৭ বছর আগে উপজেলার বরনডালি গ্রামের রফিক কাজী একই গ্রামের শেখ শওকত আলী ওরফে তোতন শেখের (৭৫) আম বাগের জমি লীজ নিয়ে সেখানে বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার গড়ে ব্যবসা করছেন। এছাড়া, বিগত ৩ বছর আগে একই গ্রামের মাসুদ হোসেন বৃদ্ধ তোতন শেখের আম বাগের আম ক্রয় করেন। এসময় তোতন শেখের দাবিকৃত আম বিক্রির ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বৃদ্ধ তোতন শেখ উত্তেজিত হয়ে পড়লে তিনি জ্ঞান হারিয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধর করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার...