সব সরকারি মেডিক্যাল অ্যাসোসিয়েশন স্কুলে (ম্যাটস) পুনরায় ভর্তি কার্যক্রম দ্রুত চালু করাসহ বেশকিছু দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে অনশন কর্মসূচী শুরু করেন তারা। অনশনরত শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে শূন্য পদে নিয়োগ দেওয়ার লিখিত আশ্বাস দিয়েছিল, তবে এখনও তা বাস্তবায়িত হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের হঠকারী সিদ্ধান্তের কারণে ৯টি সরকারি ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনিশ্চয়তা ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ স্মারকলিপি দিয়েছে, যাতে পুনরায় ভর্তি কার্যক্রম চালু করা হয় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করা হয়। শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, সব শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা হোক...