জুলাই আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় তিনটি কারাগার থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৯ জন আসামি আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন। এই হাজিরা পর্যবেক্ষণ করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। তিনি ঢাকার নিম্ন আদালতের মনিটরিং কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম কারাগার থেকে আসামিদের হাজিরা নেন। হাসানুল হক ইনু ও আসাদুজ্জামান নূর ছাড়া বাকি আসামিরা হলেন— সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং পুলিশের সাবেক কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্যে ৩ জন গাজীপুরের কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার...