আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে সামনে রেখে মাগুরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশ আয়োজিত এ সভা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাগুরা মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপ্রীতিকর ঘটনা ঘটাতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।” পুলিশ সুপার আরও জানান, পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও সাইবার ক্রাইম মনিটরিং সেল দ্বারা অনলাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা-পূর্ব, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতামত গ্রহণ করে পুলিশ...