জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরুর পর থেকেই বৃষ্টি হানা দিয়েছে। প্রতিকূল আবহাওয়াতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। যে কারণে দুবার সময়সূচিতে পরিবর্তন আনার পর এবার অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটি স্থগিতের কথা জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেবো।’ এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর। এবার এনসিএলের প্রথম পর্ব হওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর রাজশাহীতে। উদ্বোধনী ম্যাচে রাজশাহীতে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে রাজশাহীতে ২০ ওভারের ম্যাচ মাঠে গড়ায় মাত্র পাঁচ ওভারে।...