ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের গ্লোবাল স্ট্রিমিং পরিসর আরও বর্ধিত করার ঘোষণা দিয়েছে। আগামী ১৫ অক্টোবর বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিকের আরও ১৪টি দেশে চালু হতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স। বিশ্বজুড়ে হ্যারি পটার, হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস এবং ওয়ার্নার ব্রাদার্সের সুপারহিট ছবি যেমন সুপারম্যান, আ মাইনক্রাফট মুভি, ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স-এর মতো ফ্র্যাঞ্চাইজির স্ট্রিমিং হোম হিসেবে পরিচিত এইচবিও ম্যাক্স এবার বাংলাদেশি দর্শকরাও পাচ্ছেন হাতের নাগালে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমস বিভাগের সিইও জেবি পেরেট বলেন,“অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে চালুর পর, এইচবিও ম্যাক্সের গ্লোবাল সম্প্রসারণ আরও দর্শকের কাছে অনন্য বিনোদন পৌঁছে দিতে দিচ্ছে। এ বছরের শেষ নাগাদ প্ল্যাটফর্মটি ১০০-এর বেশি দেশে পাওয়া যাবে।” প্রথম দিন থেকেই বাংলাদেশি গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও অরিজিনালস, ম্যাক্স অরিজিনালস, ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার...