মালিতে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের হামলায় অন্তত ৪০টি জ্বালানি ট্যাংকার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় কায়েস অঞ্চলে শতাধিক গাড়ির একটি বহরে হামলাটি চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) গত সপ্তাহে দেশটিতে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। তারা গাড়িবহরটির ওপর হামলার দায় স্বীকার করেছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালির চেম্বার অব কর্মাসের এক কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ যদি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দেশ দুই সপ্তাহের মধ্যে জ্বালানিবিহীন হয়ে পড়বে। দেশটির ট্রাকচালক ইউনিয়নের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রায় ৪০টি ট্যাংকার ধ্বংস হয়েছে। কিন্তু জেএনআইএম এর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তারা ৮০টি ট্যাংকার ধ্বংস করেছে। এক ভিডিওবার্তায় গোষ্ঠীর এক মুখপাত্র বলেন, গাড়িবহরটির নিরাপত্তার দায়িত্বে থাকা মালির সেনারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে মালির সেনাবাহিনী এক...