ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসকের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি এড়াতে আজ মঙ্গলবার দুপুর ১টার পর থেকে অবরোধ স্থগিত করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে জানায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা আগামী রোববারের মধ্যে তাদের ৫ দফা দাবি যদি মেনে নেওয়া না হলে আবার লাগাতার আন্দোলন শুরু হবে বলে জানান। আলগী ইউনিয়নের বাসিন্দা ও নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক পলাশ মিয়া ও সদস্য জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করে এমন তথ্য জানান। গতকাল সোমবার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা। ইসি...