মাগুরার শালিখা উপজেলার শালিখা বাজারে সার বিক্রয়ে ভুয়া ভাউচার তৈরি ও বিক্রয় রেজিস্টারে গরমিল পাওয়ায় এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মেসার্স শিকদার ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে। বিক্রয় রেজিস্টার ও ভাউচার পর্যবেক্ষণে দেখা যায়, সার বিক্রি হলেও যথাযথভাবে ভাউচার প্রদান করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। অভিযানের সময় তাদের ফোনে যোগাযোগ করলে কেউই শিকদার ট্রেডার্স থেকে সার কিনেননি বলে জানান, যা প্রমাণ করে অন্যত্র সার বিক্রি করে পরে গ্রাহকের নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। এছাড়া রেজিস্টার ও ভাউচারে একাধিক গরমিল...