মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছে। গত সপ্তাহে কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের উপর ইসরায়েলের হামলার ব্যাপক নিন্দার পর মঙ্গলবার তিনি এ কথা বলেছেন। কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি এই দেশটিতে অবস্থিত। প্রায় দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার মিশরের পাশাপাশি যুদ্ধবিরতি আলোচনার আয়োজন এবং মধ্যস্থতা করে আসছে। তেল আবিব থেকে দোহায় যাওয়ার পথে রুবিও গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “একটি চুক্তি হওয়ার জন্য খুব কম সময় আছে। বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতায় সাহায্য করতে পারে, তবে কাতারই একমাত্র দেশ। তারাই তা...