সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের পরিবারের বিরুদ্ধে গুম-খুন, ভূমিদস্যুতা, সাংবাদিক নির্যাতন, চারটি হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্যাতিত সাধারণ মানুষ। মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে শিখর পরিবারের সদস্যরা অস্ত্রের ভয়ে মাগুরাবাসীকে শাসন করে আসছেন। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ইত্যাদির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। মানববন্ধনে অভিযোগ করা হয়, গ্রেপ্তারকৃত শিখরের ভাই আশরাফুজ্জামান হিসামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও এটি যথেষ্ট নয়। তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুনরায় রিমান্ড দাবি করা হয়। এছাড়া আগস্টে রাব্বি হত্যাকাণ্ড, পূর্বে জগদ্দলে সংঘটিত চারটি হত্যাকাণ্ড এবং ছাত্রদল নেতা মারুফ মুন্নার ওপর হামলার ন্যায়বিচারও নিশ্চিত করার দাবি...