এশিয়া কাপের চলতি আসরে আজই বাংলাদেশের শেষ সুযোগ। আজ আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সুপার ফোরে খেলার সুযোগ থাকবে বাংলাদশে দলের সামনে। তবে হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে টাইগাররা। আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন শ্রীলংকার সাবেক তারকা অলরাউন্ডার ফারভেজ মারুফ। তিরি বলেন, ‘বাংলাদেশ আগে ব্যাট করে ভালো স্কোর করুক, এটাই দেখতে চাইবো। কোনো চাপ না নিয়ে কেবল ম্যাচ উপভোগ করে খেলুক। কিন্তু তারা পছন্দ করে চেইজ করতে। তারা চেইজ করে জিততে অভ্যস্ত। আবার আফগানিস্তান আগে ব্যাট করতে পছন্দ করে সবসময়। এটা খুবই ইন্টারেস্টিং হবে।’ লংকান এই তারকা আরও বলেন, ‘তবে আমি সত্যিই চাই, বাংলাদেশ আগে ব্যাট করুক। ইমন ও তানজিদ তাদের সহজাত ব্যাটিং করুক।...