জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে নিশ্চিত করা হোক—দেশে হাসিনার নিষ্ঠুর ফ্যাসিস্ট শাসনের আগমন যেন আর কখনো না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পৃথিবীর কোনো ফ্যাসিস্ট শাসন গণতান্ত্রিক উপায়ে অপসারণ সম্ভব নয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘‘আমরা মধ্যেপ্রাচ্যের আরব রেভল্যুশনের সময় দেখেছি—মিসর ও তিউনিসিয়ায় গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বাংলাদেশে ১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি...