এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এমন সিদ্ধান্ত কার্যকর হলে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে মোহসিন নাকভি–নেতৃত্বাধীন বোর্ডকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, তবে অন্তত ১২ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪১ কোটি টাকার ক্ষতি গুনতে হবে পিসিবিকে। ঘটনার সূত্রপাত ভারত–পাকিস্তান ম্যাচে। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। এ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। না হলে এশিয়া কাপ বয়কটের হুমকি দেয় তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক আয়ের ৭৫ শতাংশ ভাগ পায় পাঁচ টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রত্যেকে ১৫ শতাংশ করে রাজস্ব ভাগ পায়। বাকি ২৫ শতাংশ...