জমি না থাকলেও যারা কৃষি উদ্যোক্তা হতে চান এবং বিদেশে চাষাবাদে আগ্রহী, তাদের জন্য অন্যতম সেরা গন্তব্য হতে পারে উগান্ডা। পূর্ব আফ্রিকার এই দেশটি ‘পার্ল অব আফ্রিকা’ বা ‘আফ্রিকার মুক্তা’ হিসেবে খ্যাত। দেশটি এর জলবায়ু, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের কারণে কৃষি বিনিয়োগের জন্য বিশেষভাবে উপযোগী।উগান্ডায় রয়েছে বিস্তৃতি চাষযোগ্য জমি যার বেশিরভাগই অব্যবহৃত। দেশটির প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। এমনকি অর্থনীতির প্রধান ভিত্তিই হলো কৃষি। কৃষির অবদান দেশের জিডিপিতে প্রায় ২৪ শতাংশ এবং মোট রপ্তানি আয়ের প্রায় ৩৫ শতাংশই আসে কৃষিপণ্য থেকে।কফি, চা, কলা, দুগ্ধজাত পণ্য এবং মাছ উগান্ডার রপ্তানির প্রধান চালিকা শক্তি। এই বৈচিত্র্য ও উৎপাদনশীলতার কারণে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজরে আসছে। দেশটির সরকারও অনেক বছর ধরে এই খাতে বিদেশি বিনিয়োগ আহ্বান করছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে...