নব্বই দশকের ‘সোহরাব রুস্তম’ সিনেমার নায়িকা সাহিনা শিকদার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকালে মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫৪ বছর বয়সী এই নায়িকা। বনশ্রীর ছোট ভাই মোহাম্মদ হারুন গ্লিটজকে বলেন, তার বোন হৃদরোগ, চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, ঢাকায় এসে তিনমাস চিকিৎসাও করিয়েছেন এর মধ্যে। “গত মাসে বাড়ি দিয়ে এসেছি। এক সপ্তাহ আগে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন তিনি, সেখানেই মারা যান তিনি।” এই অভিনেত্রীকে মাদারীপুরের শিবচরের কুমারপাড়া গ্রামে নানার বাড়ির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই। ‘সোহরাব-রুস্তম’, ‘মহা ভূমিকম্প’, ‘নেশা’, ‘প্রেম বিসর্জন’, ‘ভাগ্যের পরিহাস’সহ আলোচিত কয়েকটি সিনেমার নায়িকা ছিলেন বনশ্রী। এসব সিনেমায় ইলিয়াস কাঞ্চন, মান্না, অমিত হাসান, রুবেলের বিপরীতে কাজ করেছেন বনশ্রী। বনশ্রী ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চা করতেন। জড়িত ছিলেন উদীচীর...