ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হলো অ্যাপোলো টায়ার্স। আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত নিলামে তিন পক্ষের প্রতিযোগিতা শেষে ৫৭৯ কোটি রুপির চমকপ্রদ প্রস্তাব দিয়ে স্পন্সরশিপ নিশ্চিত করেছে টায়ার কোম্পানিটি। তিন বছরের এই চুক্তির আওতায় মোট ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ ও ২১টি আইসিসি ম্যাচে থাকবে অ্যাপোলো টায়ার্সের লোগো। প্রতি ম্যাচে গড়ে প্রায় ৪ কোটি ৭৭ লাখ রুপির সমান এই চুক্তি, যদিও দ্বিপাক্ষিক ও আইসিসি ম্যাচের মান ভেদে অঙ্কে কিছুটা ওঠানামা হতে পারে। বিডিংয়ে অ্যাপোলো টায়ার্সকে চ্যালেঞ্জ জানায় গ্রাফিক ডিজাইন কোম্পানি ক্যানভা (৫৪৪ কোটি) এবং জে কে সিমেন্টস (৪৭৭ কোটি)। তবে তাদের ছাড়িয়ে যায় অ্যাপোলো। এর আগে দ্বিপাক্ষিক ম্যাচের জন্য সাড়ে তিন কোটি এবং বিশ্বকাপ ম্যাচের জন্য দেড় কোটি রুপি বেস প্রাইস নির্ধারণ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত সরকার কর্তৃক সব রিয়েল মানি গেমিং...