লাল টিপের জ্যোতি, ঠোঁটে সিঁদুরে রং, চোখে কাজলের গভীরতা— সব মিলিয়ে মুখ হয়ে ওঠে ভক্তির প্রতিচ্ছবি। এই মেইকআপে প্রতিধ্বনি শোনা যায় দেবীর। সাজে থাকে না বাড়াবাড়ি আড়ম্বর, থাকে না অতি আধুনিকতার ঝলক বরং পাওয়া এক চিরন্তন রূপ। প্রথমেই আলোচনায় আসে বেইস মেইকআপ। পূজার সময় আবহাওয়া সাধারণত কিছুটা উষ্ণ থাকে, তাই ভারী ফাউন্ডেশন বা অতিরিক্ত স্তর এড়িয়ে যাওয়া উত্তম। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম দিয়ে সমান ত্বকের আভা তৈরি করলেই যথেষ্ট। এর সঙ্গে খুব সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার দিলে ঘাম বা তেলতেলে ভাব কমে যায়।” পূজার দিনভর দৌড়ঝাঁপের মাঝে মেইকআপ দীর্ঘস্থায়ী রাখতে চাইলে প্রাইমার ব্যবহার করাও ভালো। তবে সবচেয়ে জরুরি হল- ত্বক যেন স্বাভাবিক আভা হারিয়ে না ফেলে। তাই ভারী কনট্যুরিং...