তেমনই এক গল্প এলো প্রকাশ্যে।ভারতের অন্যতম জনপ্রিয় পডকাস্ট প্রোগ্রাম ‘বাজ বিহাইন্ড মাইক’। বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব অনুষ্ঠানটিতে হাজির হন। স্লিউথস ইন্ডিয়া নামক একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠাতা নমন জৈন সম্প্রতি হাজির হয়েছিলেন সেখানে। পডকাস্টে একটি সম্পর্কের টানাপড়েনের গল্প তুলে ধরেছেন নমন। তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন যা শুরু হয়েছিল স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দিয়ে। শীগগিরই তদন্ত এমন একদিকে মোড় নেয়, যা সিনেমোকেও হার মানায়। হাজার হাজার মামলা সমাধান করেছেন নমন। তবে তার জীবনের অন্যতম একটি কেস এটি।নমন জানিয়েছেন, দম্পতিটি ছিল উচ্চবিত্ত। সেই নারী মুম্বাইয়ের বাসিন্দা, আর তার স্বামী গ্রামের বাসিন্দা। কিন্তু সেখানকার সবচেয়ে বিত্তশালী। নমন জানিয়েছেন, ওই ব্যক্তি গ্রামে বড় হলেও, তিনি বিদেশে পড়াশোনা করেছেন। কিন্তু বিয়ের দুই মাস পরেই মহিলাটি তাঁর বাপের বাড়িতে ফিরে আসেন। এরপর দুজনের কথা বলা সম্পূর্ণ...