রাজাপুরে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:রাজাপুর উপজেলায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলার ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।রাজাপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জনাব আব্দুল খালেকের নেতৃত্বে মহড়ায় অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আনসার ভিডিপি সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা দুর্যোগ ও দুর্ঘটনার মুহূর্তে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতনতাই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। মহড়া শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।স্থানীয়দের মতে, এ ধরণের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিত...