কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ছলিম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র্যাব-১৫ এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দমদমিয়া গ্রামের লোহার পোল্টুন সংলগ্ন সড়কে মাদক পাচারকারীরা মিয়ানমার সীমান্ত থেকে আসা একটি ইয়াবার চালান গ্রহণের জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং বিজিবির একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একজনকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. ছলিম মিয়ানমারের বুথিডং এলাকার বাসিন্দা। তার বাবার...