শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অনুমতি পাওয়া প্রতিটি প্রতিষ্ঠান ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। মূলত, দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রণালয়। এর আগে, গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়। সেই তুলনায় এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছর...